সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মঙ্গলবার মালে চালু রইল অঙ্গনওয়ারি কেন্দ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মঙ্গলবার মালবাজার শহর সহ আশেপাশের এলাকায় চালু রইল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। করোনাভাইরাস আতংকের জেরে গত শুক্রবার রাজ্য সরকার বিঞ্জপ্তি জারি করে ১৬ মার্চ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে। 
গত সোমবার এরসাথে যুক্ত হয় অঙ্গনওয়াড়ি ও শিশু শিক্ষা কেন্দ্র। সয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানান যে সমস্ত স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুশিক্ষা কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মালবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর কলোনিতে মঙ্গলবার সকালে দেখা গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র যথারীতি চালু রয়েছে। কর্মী সহায়িকা ও শিশুরা রয়েছে। রান্নার আয়োজন চলছে। সংশ্লিষ্ট কর্মী জানান, আমাদের কেউ বন্ধ রাখতে বলেনি। সেই জন্য চালু রেখেছি। যদি ম্যাডাম বা স্যাররা বন্ধ রাখতে বলে তবে বন্ধ রাখব।  
একই রকম ভাবে শহরের ৭ ও ১৫ নম্বর ওয়ার্ডে একাধিক কেন্দ্র চালু থাকতে দেখা যায়। 
শুধু মালবাজার শহর নয়, মেটেলি ব্লকের বেশ কয়েকটি সেন্টার চালু থাকতে দেখা যায়। এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, আমাদের সুপারভাইজার সেন্টার চালু রাখতে বলেছে। তাই চালু রাখছি। যদি বন্ধ করতে বলে বন্ধ করব। 
এনিয়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জেলা আধিকারিক ধনপতি বর্মন বলেন, আজ থেকে সব কেন্দ্র বন্ধ থাকার কথা। মাননীয়া মুখ্যমন্ত্রী গতকাল এই কথা ঘোষণা করেছেন। বাস্তবে যেটা হয়েছে সরকারি ভাবে সেরকম নির্দেশ আমাদের কাছে আসেনি। সেই কারণে আমরাও কর্মীদের নির্দেশ দিতে পারিনি। এই কারণে হয়তো কিছু সেন্টার চালু ছিল। বিষয়টি দেখছি। আশা করছি আজকের মধ্যে সরকারি নির্দেশিকা চলে আসবে। সেইভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।