শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালের  ৭নম্বর ওয়ার্ডের একগুচ্ছ সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

 মাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একগুচ্ছ সমস্যা নিয়ে মঙ্গলবার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার কাছে অভিযোগ জানাল। 
মঙ্গলবার দুফুর ১২টা নাগাদ  ৭নম্বর ওয়ার্ডের প্রায় শতখানেক বাসিন্দা চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের ওয়ার্ডের না হওয়া কাজের কথা তুলে ধরেন। এলাকার বাসিন্দা সুজিত দাস বলেন, আমাদের ওয়ার্ডে অনেক সমস্যা আছে। রাস্তা আছে নালা নেই। ড্রেনে জল জমে আছে। পরিস্কারের ব্যবস্থা নেই। জমা জলে মশা মাছির উপদ্রব বাড়ছে। এখানে আদিবাসী পাড়া আছে সেখানে পানীয়জলের ব্যবস্থা নেই। বিদ্যুৎএর সমস্যা আছে।   আবাসন প্রকল্পের বহু বাড়ি অসমাপ্ত ভাবে পড়ে আছে। 
সূর্যসেন কলোনির এক বাসিন্দা জানান, আমাদের এলাকায় জমির পাট্টা নেই। পানীয়জল সবসময় থাকেনা। নিকাশি ব্যবস্থা ঠিক নেই। 
মালবাজার শহরে পৌর বোর্ড তৃনমুল কংগ্রেস পরিচালিত হলেও ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সিপিএমের। ওয়ার্ড কাউন্সিলর স্বপ্না সরকার বলেন, ওদের অভিযোগ পরিস্কার নয়। কিকি অভিযোগ করেছে তা জানিনা।   পৌরসভার পরিকল্পনা মতো রাস্তা, নালা সহ অন্যান্য কাজ হচ্ছে। নালানর্দমা মাঝেমাঝেই পরিস্কার করা হয়।সমস্যার কথা জানালেই সমাধানের চেষ্টা করা হয়। পানীয়জলের নতুন লাইন বসানোর কাজ চলছে। 
এনিয়ে চেয়ারম্যান স্বপন সাহা বলেন, ওরা সমস্যা নিয়ে এসেছিল। কয়েকটি সমস্যার কথা বলেছে।আমি এই বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের 
সাথে কথা বলব। প্রয়োজন হলে সরজমিনে ওই ওয়ার্ডে গিয়ে সবার কথা শুনে সমস্যা মোচনের উদ্যোগ নেব।