বাংলার গর্ব মমতা নিয়ে সাংবাদিক বৈঠকে বিধায়ক অমল আচার্য
শঙ্কর গুপ্তা, উত্তর দিনাজপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার
বাংলার গর্ব মমতা'কে সামনে রেখে সাংবাদিক দের নিয়ে জলযোগে যোগাযোগ কর্মসূচি পালন করা হল রবিবার ইটাহারে। এদিন ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্বদের নিয়ে ইটাহার চৌরাস্তা এলাকার দলীয় কার্যালয়ের সভা কক্ষে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক তথা জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান অমল আচার্য। এদিন জেলা সহ ব্লক সাংবাদিকদের নিয়ে কেন 'বাংলার গর্ব মমতা' এর নানান দিক নিয়ে আলোচনা করেন।
পাশপাশি 'বাংলার গর্ব মমতা'র অন্য দিক এলাকার বর্ষিয়ান নেতৃত্ব ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে স্বীকৃতি সম্মেলন করা হয়। এদিন ইটাহার বিধানসভা এলাকার বেশ কিছু বর্ষিয়ান নেতৃত্ব ও বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন। এছাড়া তাদের তৃণমূল নেতৃত্ব দের উপস্থিতিতে সম্বর্ধনা জানান বিধায়ক অমল আচার্য।
বিধায়ক অমল আচার্য বলেন, আজকে রাজ্য নেতৃত্বের নির্দেশে 'বাংলার গর্ব মমতা'কে সামনে রেখে আমাদের সাংবাদিক বন্ধু দের নিয়ে জলযোগে যোগাযোগ কর্মসূচি পালন করা হল। এছাড়া বর্ষিয়ান নেতৃত্ব ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে স্বীকৃতি সম্মেলন করা হল। বাংলা আজ সভ্যতার দিক থেকে অনেক এগিয়ে বাংলা সবদিক থেকে আজ এগিয়ে রয়েছে তাই বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী রাজ্যে উন্ন্যনের কান্ডরী। ২০১১ সালের আগে রাজ্যে যা উন্নয়ন হয়েছে তার বহু গুন বেশী উন্নয়ন হয়েছে এই ৯ বছরে। মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। এছাড়াও তিনি বিরোধীদের জনবিরোধী নীতি ও কার্যকলাপ নিয়ে বক্তব্যের মাধ্যমে আক্রমন করেন।