সমাজভাবনায় রায়গঞ্জ আন্তরিক এর আন্তরিক প্রয়াস
বেদশ্রুতি মুখার্জী, রায়গঞ্জ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার
পৃথিবীতে সবচেয়ে মহান কোনো দান যদি থেকে থাকে তবে তা হলো রক্তদান, প্লেটলেট এবং অঙ্গদান। এই রক্তদানে যুবসমাজকে আরো উৎসাহিত করার উদ্দেশ্যে এবং রাজ্যজুড়ে ঘটা আসন্ন গ্রীষ্মকালীন রক্তসংকটকে যেন এবছর প্রতিহত করা যায় সেই উদ্দেশ্যে মালদা থেকে চার যুবক আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের এগারটি ব্লাড ব্যাংক এবং প্রত্যেকটি জেলায় ঘুরবেন মোটরবাইকেই৷ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই অভিযানের অন্যতম আয়োজক।
আলমগীর খান, মইনুদ্দিন বিশ্বাস, আমির হামজা এবং হিমাংশু শীল এই চার যুবক সামিল হয়েছেন এই দুঃসাহসিক দুর্লভ বাইক অভিযানে। রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করা এবং অঙ্গদানের মাধ্যমে মৃত্যুর পরে অন্যের জীবন বাঁচানো -এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আর এদের সম্মাননা ও স্বীকৃতি দিতে উদ্যোগী হয়েছেন রায়গঞ্জ আন্তরিক নামের এক রায়গঞ্জের এক বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা। রায়গঞ্জ আন্তরিক এর পক্ষ থেকে তাদের জন্য আজ দুপুরে কর্ণজোড়ার রানা হোটেলে মধ্যাহ্ন ভোজের বিপুল আয়োজন করা হয় এবং তাদের পুষ্পস্তবক ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জ্ঞাপন করে আরো উৎসাহিত করা হয়। সংগঠন এর সভাপতি সৈকত চক্রবর্তী জানান- "রায়গঞ্জ আন্তরিক সব সময় সুস্থ সমাজের গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকে এবং এই সব কাজে এগিয়ে চলা সমস্ত বন্ধুদের পাশে থাকে । মালদার চার রক্ত আন্দোলনের সাথে যুক্ত থাকা বন্ধু উদ্যোগ নিয়েছেন মালদা থেকে দার্জিলিং বাইক র্যালি করবেন । এই র্যালির উদ্দেশ্য রক্তদান অঙ্গদান ও থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা । তাদের যাত্রা পথে প্রত্যেকটি থানা ও সেচ্ছাসেবী সংগঠন গুলির সাথে দেখা করে তারা এই বার্তা ছড়িয়ে দিচ্ছে সমাজের প্রতিটি স্তরে । রায়গঞ্জ আন্তরিক তাদেরই উদ্যোগকে সাধুবাদ জানায় । দুপুর ২:৩০এ গঙ্গারামপুর থেকে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানা হয় র্যালি পৌঁছায় কর্নজোড়ায় ।
সেখানেই একটি হোটেলে দুপুরের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা । খাওয়া-দাওয়ার পর তাদের হাতে একটি সার্টিফিকেট ও পুষ্পস্তবক তুলে তাদের যাত্রা ও উদ্দেশ্য এর সফলতা কামনা করলাম আমরা ।" উপস্থিত ছিলেন রায়গঞ্জ আন্তরিক সংস্থার অপর সক্রিয় সদস্য জয় রায়ও।