বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রায়গঞ্জে

মোড়ক উন্মোচনেই শব্দলিপি-র সশব্দ দৃপ্ত পদচারণ

বেদশ্রুতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির পূর্বেই  সাহিত্য রসে সিক্ত হলো রায়গঞ্জের কতিপয় গুণীজন, উপলক্ষ্য শব্দলিপি পত্রিকার তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচনআন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দ্বিভাষিক কবি, বিশিষ্ট গবেষক বিনয় লাহার সুযোগ্যা সহধর্মিণী বিশিষ্ট কবি শিক্ষিকা তাপসী লাহা এবং সৌমিত্র মুখার্জীর যুগ্ম সম্পাদনায় ঋদ্ধ এই অসাধারণ লিটল ম্যাগটির তৃতীয় সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হলোলাহা বাবুর নিজস্ব বাসভবনেই একটা মনোজ্ঞ ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েএই অনুষ্ঠানের পৌরহিত্য তথা সঞ্চালনার ভার নেন সাবলীল বিদগ্ধ কবি বিনয়বাবু স্বয়ং

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ইটাহার কলেজের শিক্ষক সুদেব কুমার রায়, শিক্ষক সরোজ সরকার, কবি নাট্যশিল্পী, পারোমিতা সরকার, শিক্ষক নৌশাদ আলি, কবি শিক্ষক যাদব চৌধুরী, শব্দলিপি পত্রিকার যুগ্ম সম্পাদক সৌমিত্র মুখার্জী ও তাপসী লাহা এবং লাহা দম্পতির ছোট্ট শিশুকন্যা আরাত্রিকা লাহাআরাত্রিকা প্রথম শ্রেণির ছাত্রী হয়েও গুণী বাবা মার পদাঙ্ক অনুসরণ করে এই বয়সেই লিখে ফেলেছে অনেক কবিতা, যার একটি সে পাঠ করে আসর জমিয়ে দেন

চিনি গো চিনি তোমারে গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং একে একে সকল কবিদের কবিতাপাঠ, আলোচনা, ঘরোয়া আড্ডার আমেজে নিরাড়ম্বর নৈশব্দেও শব্দলিপির সশব্দ দৃঢ় পদনিক্ষেপের আওয়াজ ধ্বনিত হয়আলাপচারিতায় যুগ্ম সম্পাদক সৌমিত্র বাবু এবং তাপসী দুজনেই এক জায়গায় একমত হন যে, শব্দলিপিকে আর পাঁচটা লিটল ম্যাগের থেকে ভিন্নতা দেবার প্রয়াসে তারা তৎপর এবং পত্রিকাটা খুললেই ছত্রে ছত্রে তাদের কথার সত্যতা খুঁজে পাওয়া যায়বিনয় বাবু এবং তাপসীর ঐকান্তিক আন্তরিকতা এবং মধুর আতিথেয়তায় শব্দলিপির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছোট্ট ঘরোয়া প্রতিবেশেও তীব্র আকর্ষণীয় এবং স্মরণীয় হয়ে রইলোশব্দলিপির জন্য একরাশ শুভেচ্ছা-গোলাপ রেখে গিয়েছেন অনুষ্ঠানে আগত সকল গুণীজনরায়গঞ্জের সাহিত্য চর্চায় যে শব্দলিপি অচিরেই একটা ছোট্ট মাইলফলক হয়ে উঠতে চলেছে তার আভাস অনুষ্ঠান এর সফলতায়ই পরিস্ফুট