যাত্রীবাহী জিপ ও বালিবাহী ট্র্যাক্টারের মুখোমুখি সংঘর্ষে জখম ৪
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
যাত্রীবাহী জিপ এবংবালিবাহী ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে আহত হল চার জন যাত্রী। মালবাজার মহকুমার ওদলাবাড়ি ঘীস নদী এলাকায় ৩১ নাম্বার জাতীয় সড়কের ঘটনা।
জানা গেছে শনিবার সকাল ১০ টা নাগাদ মেটেলির দিক থেকে একটি যাত্রীবাহী জিপ গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ওদলাবাড়ি ঘীস নদীর কাছে ৩১ নাম্বার জাতীয় সড়কে সামনে জিপ গাড়িটি আসা মাত্র উল্টো দিক থেকে একটি ট্রক্টার গাড়ি যখন ঘীস বস্তির দিকে ঢুকছিল তখন দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আর এতেই যাত্রীবাহী গাড়িতে থাকা ৪ জন যাত্রী আহত হয়। স্থানিয় বাসিন্দারা আহতদের ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে ওই যাত্রীবাহী জিপটিতে প্রায় ১৫-১৬ জন যাত্রী ছিল। মালবাজার থানার পুলিশ দুটি গাড়িকে আটক করেছে।
এলাকার পঞ্চায়েত সদস্য মহম্মদ সৈদার বলেন, এই জায়গাটি এক্সিডেন্ট জোন হয়ে গেছে। কিছুদিন আগেও এই জায়গায় ট্রাক এবং আর্মি গাড়ির এক্সিডেন্ট হয়েছিল।
এই এলাকায় পুলিশি ব্যারিকেড এর দরকার আছে বলে পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ সুত্রে জানাগেছে, লোহার ব্যারিকেড লাগানো হবে।