রাজনগর মহাবিদ্যালয়ে রক্তদান শিবির
খান আরশাদ, বীরভূম।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
রক্তদান করছেন রাজনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা আরিফা সুলতানা
বীরভূমের রাজনগর মহাবিদ্যালয় ও NSS Unit-1 এর যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
আয়োজিত হল শুক্রবার। রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যেই ব্রতী হয়ে রাজনগর মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা শুক্রবার একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর সুব্রত মুখার্জীর তত্ত্বাবধানে এই রক্তদান শিবিরে রক্তদান করা হয়। মহা বিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্র ছাত্রীরা মিলে ৩৫ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মহাবিদ্যালয়ের ছাত্রীরাও এক্ষেত্রে বেশ বড় ভুমিকা নেয়। এদিন কলেজের ১৪ জন ছাত্রী রক্তদান করে। কলেজ কর্মী আশিস সৌ ও প্রাক্তন ছাত্র প্রসেনজিৎ মন্ডল জানান আজকের এই স্বেচ্ছা-রক্তদান শিবিরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আরিফা সুলতানা, শিক্ষক সূর্যশেখর পাল, শিক্ষক দিব্যেন্দু মন্ডল, শিক্ষক তড়িৎ কুমার চৌধুরী সহ কলেজের শিক্ষাকর্মীরা ও ছাত্র-ছাত্রীরা রক্তদান করেছেন। বিশেষ করে ছাত্রীদের মধ্যে অনেকেই এখানে প্রথমবার রক্তদান করেছে। অধ্যক্ষা আরিফা সুলতানা এই রক্তদান শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।