শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরপাড়ার মাকরাপাড়া উদ্ধার জোড়া লেপার্ডের মৃতদেহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বলয়ের মাকরাপাড়া চা বাগানের ২৮ নম্বর সেকশন থেকে উদ্ধার হয়েছে জোড়া  লেপার্ডের মৃতদেহ।আনুমানিক পাঁচ বছরের মৃত লেপার্ড দুটির মধ্যে একটি পুরুষ ও একটি মাদি ।তবে মৃত চিতাবাঘ গুলির দেহে কোনো রকমের আঘাতের চিহ্ন না মেলায় ওই বন্যপ্রাণীদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান সম্ভবত বিষক্রিয়ার কারনে লেপার্ড দুটির মৃত্যু হয়ে থাকতে পারে।জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন।জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও মৃদুল জয়শোয়াল জানিয়েছেন যে ময়নাতদন্তের পরেই ওই জোরা লেপার্ডের মৃত্যুর কারন স্পষ্ট হবে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।