রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

এইডস বিষয়ক সচেতনতা শিবির ও পথপরিক্রমা রাজনগরে

খান আরশাদ, রাজনগর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৪ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

 

 

       বীরভূমের রাজনগর মহাবিদ্যালয় এবং রাজনগর মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে এবং রেড রিবন ক্লাবের আর্থিক সহায়তায় একটি এইডস বিষয়ক সচেতনতা শিবির ও রেলি আয়োজিত হল রাজনগরে। রাজনগর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহাবিদ্যালয় চত্বর থেকে এই র‍্যালি শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। এরপর মহাবিদ্যালয় সভাকক্ষে একটি এইডস বিষয়ক স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয়।

সচেতনতার মাধ্যমে যে এইডস নিরাময় করা সম্ভব সেটা বোঝানো হয় এই শিবিরে। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সৌমেন মল্লিক, রাজনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যা আরিফা সুলতানা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, জেলা পরিষদের সভাধিপতির আপ্ত--সহায়ক দীপক রায় সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।