নাগ্রাকাটায় পানীয়জলের সমস্যা শুনে সমাধানের আশ্বাস বিধায়কের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
জনসংযোগ যাত্রায় এসে পানীয়জলের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক
বাংলার গর্ব মমতা, এই স্লোগান সামনে রেখে জনসংযোগ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের লালঝামেলা বস্তিতে এসে পানীয়জলের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা।বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের লালঝামেলা বস্তিতে বিধায়ক শুক্রা মুন্ডা সাংবাদিকদের সাথে মিলিত হয়ে জন সংযোগ বার্তা সম্পর্কে ব্যাখ্যা করেন।
প্রান্তিক এলাকায় মানুষের সমস্যা শুনে কিভাবে সমাধান করতে হবে সেনিয়ে বর্ননা করেন। এই কর্মসূচির শেষে স্থানীয় স্ত্রী পুরুষ সহ বিভিন্ন মানুষ বিধায়কের কাছে পানীয়জলের সমস্যার কথা বলেন। স্থানীয় বাসিন্দা সুরজ শর্মা , বিমলা শর্মা, কুমার রাই, রতন উরাও প্রমুখরা বলেন, এই বস্তিতে কয়েক হাজার মানুষ বাস করে। এখানে পানীয়জলের সংকট আছে। মানুষরা ২০০ ফুট নিচে ডায়না নদী থেকে জল এনে কাজ করতে হয়। সজলধারা প্রকল্পের একটি কেন্দ্র আছে। কিন্তু, ইলেক্ট্রিক বিল বাকি থাকায় বন্ধ আছে। আমরা সমস্যায় আছি।
বাসিন্দাদের সমস্যা শুনে বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, এখানে জলের স্তর অনেক নিচে। সাধারণ নলকূপের দ্বারা সব সময় সফল হয়না। এখানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে মাধ্যমে গভীর নলকূপ খনন করে সমস্যা মেটাতে হবে।
বিধায়কের আস্বাসে স্থানীয় বাসিন্দারা খুশি।