শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিধায়ক কোটার তহবিল থেকে নির্মিত মন্দিরের পূন্যার্থী যাত্রীশেডঘর শ

সাজ্জাত হোসেন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

 সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার 

পবিত্র হোলি ও দোল উৎসব উপলক্ষে কোচবিহারের শীতলখুচী ব্লকের রথেররডাঙ্গা রাধামাধব মন্দিরের পূন্যার্থীদের আশ্রয় ও বিশ্রাম ঘর হিসেবে নির্মিত যাত্রীশেডঘর উদ্বোধন করে দিলেন শীতলখুচীর বিধায়ক হিতেন বর্মন মহাশয়। শেডঘরটি নির্মানে হিতেন বর্মনের বিধায়ক ফান্ড থেকে প্রায় সাড়ে ছয় লাখ  টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেল।
রাধামাধব মন্দিরের যাত্রীশেডঘরের শুভ উদ্বোধন করে বিধায়ক হিতেন বর্মন তার সংক্ষিপ্ত ভাষনে বলেন,কোনো ধর্মীয় স্থানের নামে সরাসরি টাকা দেওয়ার নিয়ম নেই তবে সীমানা প্রাচীর অথবা শেডঘরের জন্য সরকারি টাকা দেওয়া হয়ে থাকে। সেহেতু এই মন্দিরের শেডঘর এবং পাশের কবরস্থানের জন্যও শেডঘর দেওয়া হয়েছে।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলখুচী অঞ্চলের উপ প্রধান আইয়ুব আলী খান, পঞ্চায়েত সমিতির সদস্যা পাপড়ি বর্মন, পঞ্চায়েত সুকুমার বর্মন,বিপ্লব বর্মন, বিশিষ্ঠ সমাজসেবী সাহের আলী মিঞা ও সুরেন বর্মন, দীনবন্ধু বর্মন প্রমুখ। এলাকার শতশত মানুষ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে রাধামাধবের প্রসাদ গ্রহন করেন। বিধায়ক কোটার সরকারি টাকায় শেডঘর বানাতে পেরে মন্দির কমিটি এবং এলাকার মানুষ ভীষণ খুশি।