শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষকের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে মৌন মিছিল শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪০ এএম, ৮ মার্চ ২০২০ রোববার

  

 

জলপাইগুড়ির আইটিআইয়ের শ্রেণীকক্ষের মধ্যে দিন চারেক আগে আত্মহত্যা করে ওই কলেজের ভোকেশনাল বিভাগের শিক্ষক অভ্রজ্যোতি বিশ্বাস। অভিযোগ ওই আইটিআইয়ের প্রিন্সিপাল হামেশাই বেতন কেটে নিতেন ওই অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকের। সদ্য বাবাহারানো অভ্রজ্যোতি বিশ্বাসকে মা ও ছোট ভাইকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হত। চরম আর্থিক অনটনে ভুগছিলেন তিনি। ফলে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন ২৮ বছর বয়সী ওই শিক্ষক । ওই শিক্ষকের আত্মহত্যা নিয়ে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ শিক্ষকদের বেতন বৈষম্যের জন্য শিক্ষকরা শুধু বেতন কম নয় ঠিকঠাকভাবেও পাননা। এরই প্রতিবাদ করে বিভিন্ন সংগঠন শনিবার শিলিগুড়িতে মৌন মিছিল করে প্রতিবাদ জানায়। ভোকেশনাল বাঁচাও কমিটি, যৌথ মঞ্চ, সমন্বয় সমিতি এবং টিচার্স সেলের সদস্যরা এই মিছিল প্রতিবাদ মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন ভোকেশনাল বাঁচাও কমিটির রাজ্য কনভেনার দেলোয়ার হোসেন, বৃত্তিমূলক যৌথ মঞ্চের তাপস বর্মন, সমন্বয় সমিতির অতিশ সিনহা, শিক্ষক সুপ্রতিম রায় সহ অন্যান্যরা। ভোকেশনাল বাঁচাও কমিটির বীরভূম জেলার কনভেনার শেখ হাফিজুল করিম আকবরী জানান আগামীতে আরও বড় ধরণের প্রতিবাদে সামিল হবেন রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা।