বাংলার গর্ব মমতা, কর্মসূচি ঘোষণা বীরভূমের দুবরাজপুর বিধানসভায়
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪৯ এএম, ৮ মার্চ ২০২০ রোববার
বীরভূম:
"বাংলার গর্ব মমতা" এই শ্লোগানকে সামনে রেখে আজ বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা এলাকার তৃনমূল কর্মী সমর্থকদের নিয়ে খয়রাশোল শুভদৃষ্টি অনুষ্টান ভবনে অনুষ্টিত হয় আজকের কর্মসূচী।উল্লেখ্য দিদিকে বলো কর্মসূচীর ন্যায় বাংলার গর্ব মমতা নতুন নাম দিয়ে জনসাধারনের কাছে পৌছানোর এ এক রণকৌশল ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত।মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যেমন ছিল সম্প্রতি হাসির আলো,জয় বাংলা,জয় জোহার সহ আরো নতুন কর্মসূচির কথা তুলে ধরা হয়।এছাড়া জনসাধারনের সাথে জনসংযোগ বাড়ানোর বিভিন্ন রনকৌশল নিয়ে আলোচনা করা হয়। ১১টি কর্মসূচির মধ্য দিয়ে ৭৫ দিন ধরে চলবে দলীয় কর্মসূচি।দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি উপস্থিত কর্মীদের নিয়ে সংবিধানের শপথ বাক্য পাঠ করান। দিল্লি তে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে।মিম পার্টির সমালোচনা করে বলা হয় বিজেপির দালাল। "বাংলার গর্ব মমতা"- কেন, এবিষয়ে উপস্থিত বক্তাদের বক্তব্যে মমতার বিভিন্ন গুণাবলী তুলে ধরে ব্যাখ্যা করা হয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, বোলপুর সাংসদ অসিত মাল, তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ,খয়রাশোল তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুণ চক্রবর্তী,দুবরাজপুর ব্লক তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র,দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পান্ডে, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন সহ উক্ত বিধানসভা এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ।