শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাঠ উদ্ধার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

চোরাপথে অবৈধ ভাবে মারুতি গাড়ি করে জঙ্গল থেকে  মূল‍্যবান গাছ কেটে কাঠ পাচারের পথে নিয়ন্ত্রণ হারিয়ে পালটে গেল একটি মারুতি গাড়ি । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমতি এলাকায় । জানা গিয়েছে একটি মারুতি গাড়ি অবৈধ কাঠ বোঝাই করে কাঠ পাচার করছিল । বনদপ্তর খবর পেয়ে সেই মারুতি গাড়ির পিছু ধাওয়া করে । তাড়াহুড়োয় নিমতি এলাকায় মারুতি গাড়িটি পালটি খেয়ে যায় ।  ঘটনার জেরে এলাকায় ব‍্যপক চাঞ্চল‍্য ছড়ায় । ঘটনাস্থলে বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে গাড়িটিকে আটক করে ও গাড়িতে থাকা কাট গুলোকে উদ্ধার করে । নিমতি রেঞ্জের রেঞ্জার অর্ণব দাস জানান যে গোপনসুত্রে খবর পেয়ে বনকর্মীরা ঐ মারুতিগাড়িটিকে ধরার জন‍্য দাড়িয়ে ছিল নিমতি এলাকায় মারুতি গাড়িটিকে পিছু নিলে মারুতি গাড়িটি দ্রুত গতিতে পালাতে গিয়ে পালটি খায় এবং গাড়ির চালক পালিয়ে যায় ।