শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নরসুন্দরদের সংরক্ষণের আওতায় আনার দাবী মেটেলিতে

দেবজ্যোতি মুখারজি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

 নরসুন্দর সম্প্রদায়ের মানুষদের অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (ও বি সি)এর অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানানো হলো।সরকারি ভাবে তাদের ও বি সি শংসাপত্র দেওয়ার দাবি জানানো হয়।বৃহস্পতিবার মেটেলি ব্লকের শালবাড়ি মোড় এলাকায় ভারতীয় নরসুন্দর  সমাজ এর জলপাইগুড়ি জেলার সভা হয়।সভার পর ওই দাবির কথা জানান নেতারা।এদিন সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটিও গঠন করা যায়।২১ জনের কমিটির সভাপতি ওমপ্রকাশ ঠাকুর(পুতুল),সম্পাদক সন্তোষ ঠাকুর ও কোষাধ্যক্ষ হিসাবে রাজেশ ঠাকুর মনোনীত হয়।সংগঠনের রাজ্য সভাপতি রামবিলাশ ঠাকুর বলেন,নরসুন্দর সম্প্রদায়ের মানুষ আগে ও বি সি শংসাপত্র পেত।সেই শংসাপত্র দিয়ে আমাদের ছেলে মেয়েদের চাকরি সহ অন্যান্য ক্ষেত্রে সুবিধা হত।কিন্তু রাজ্য সরকার ২০১২ সাল থেকে হটাৎ করে আমাদের সেই শংসাপত্র দেওয়া বন্ধ করে দেয়।এতে সমস্যায় পড়তে হয় আমাদের।দাবির কথা বহুবার সরকারি আমলা দের জানিয়েও কোনো কাজ হয়নি।দ্রুত আমাদের দাবি মানা না হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।এদিনের সভায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক নরসুন্দর  সমাজের মানুষ  উপস্থিত ছিল।