শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রসা রাজলক্ষ্মী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৩ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

আজ খয়রাশোল ব্লকের রসা রাজলক্ষ্মী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, বিশিষ্ট সমাজসেবী অরুন চক্রবর্তী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস,কাকরতলা থানার ওসি জাহিদুল ইসলাম,অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম,দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের স্বামী সত্যশিবানন্দ, পাঁচড়া গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ, সমাজসেবী ও ক্রীড়া প্রেমী পীযূষ পান্ডে, সমাজসেবী  স্বপন সেন, হজরতপুর প্রধান ফুলমণি দাস প্রমুখ ব্যক্তিবর্গ। সকল বক্তাদের বক্তব্যে ফুটে ওঠে বর্তমান প্রধান শিক্ষকের পরিচালনায় শিক্ষা ব্যবস্থার মান সহ পরিবেশ তথা সামগ্রিক শিক্ষাঙ্গনের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিন অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালিদাস ঘোষের ভাইজি সূদুর কোলকাতা থেকে প্রতিনিধি মারফত বিদ্যালয়ে একলক্ষ টাকা দানের ঘোষণা করেন। পাশাপাশি সদ্য এই বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস ব্যানার্জী ও পঞ্চাশ হাজার টাকা দানের ঘোষণা করেন। প্রাপ্ত টাকা গুলো বিদ্যালয়ে পড়ুয়ারত গরীব ছাত্র ছাত্রীদের পড়োশোনা বাবদ এবং এই বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বাবদ খরচ করা হবে বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও বিধায়ক তহবিল থেকে সাইকেল স্ট্যান্ড, পঞ্চায়েত সমিতির পক্ষে বিদ্যালয়ের প্রাচীর, বিডিও র পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা এবং কাকড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম গাছের চারা প্রদান করবেন বলে সকলে মঞ্চে জানিয়েছেন। গতকাল পর্যন্ত ৪০০ জন পড়ুয়া ৩০ টি ইভেন্টে অংশগ্রহণ করে এবং আজ তাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি ১২০ জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন বলে এক সাক্ষাৎকারে জানান রসা রাজলক্ষ্মী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে।