কালচিনিতে প্রতিবন্ধী সনক্তি শিবির
শোভন মজুমদার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩৪ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
আলিপুরদুয়ার :
সোমবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে প্রতিবন্ধী শণাক্তকরণ ও শংসাপত্র প্রদান শিবিরের আয়োজন করা হলো কালচিনি ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে । জানা গিয়েছে এই শিবিরে কালচিনি ব্লকের গাড়োপাড়া, চুয়াপাড়া, কালচিনি, রাজাভাতখাওয়া এই চার গ্ৰাম পঞ্চায়েত থেকে প্রতিবন্ধী মানুষরা উপস্থিত ছিলেন । শিবিরে আগত মানুষদের প্রতিবন্ধী কিনা তা শণাক্তকরণ করা হয় এবং প্রতিবন্ধী দের শংসাপত্র প্রদান করার ব্যবস্থা করা হয় । কালচিনি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্ম্যাধক্ষ জোশনা হাজারি সুব্বা জানান এতদিন ব্লকের প্রতিবন্ধী মানুষদের শংসাপত্র পাওয়ার জন্য জেলা সদর হাসপাতালে যেতে হত কিন্তু বর্তমানে তাদের সুবিধার জন্য ব্লকে ব্লকে এই শিবির আয়োজিত হচ্ছে এতে ব্লকের প্রত্যন্ত চা বলয় ও বনবস্তি এলাকার বাসিন্দাদের সুবিধা হয়েছে কেননা এখন আর তাদের জেলা সদর শহড়ে যেতে হবেনা নিজের এলাকায় এই সূযোগ সুবিধা মিলছে। এরকম ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পেয়ে খুশি এলাকার মানুষেরা।