রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সাতসকালে বাতাবাড়িতে বাইসনের তান্ডবে জখম বৃদ্ধা ও গরু

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৪ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:১৪ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

সোমবার সাত সকালে লোকালয়ে তান্ডব চালালো বাইসন।বাইসনের হানায় আহত হয় এক বয়স্কা।একটি বাইকও ক্ষতিগ্রস্ত করে।একটি গরুকেও আহত করে বাইসনটি। সকালে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায়।ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।খবর পেয়ে এদিন সকালে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক সহ বন কর্মীরা।জানা যায়,এদিন সকাল প্রায় সোয়া সাত টা নাগাদ সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি বাইসন বের হয়ে আসে বাতাবাড়ি এলাকায়।বাড়ির পাশে রাখা মজিদুল ইসলামের বাইক টি ভেঙে দেয়। রশিদুল ইসলামের একটি গরুকেও আহত করে।এর পর বাইসনটি ৩১ নং জাতীয় সড়ক পেরিয়ে  চলে যায় একটি বাড়ির মধ্যে।ওইসময় শৌচালয় থেকে বের হয়ে দাঁড়িয়ে ছিল খরকি নেছা নামে আজ বয়স্কা।বাইসনটি ওই মহিলাকে আহত করে আবার খরিয়ার বন্দর জঙ্গলে চলে যায়।খরকি নেছার পিঠে ও পায়ে আঘাদ করে বাইসনটি।বাসিন্দারা আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা সহ যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন।বর্তমানে বাইসনটি বাতাবাড়ি চা বাগানে রয়েছে বলে জানা যায়।বনকর্মীরা বাইসনটির ওপর নজর রাখছে।