শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাবাগানে সচেতনতা শিবির করলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সন্মানের নজির

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০১ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

 মাদক তামাক সেবন, বাল্যবিবাহ ও স্কুল ছুট ইত্যাদি সামাজিক ব্যাধির বিরুদ্ধে  ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোর চাবাগানে সচেতনতা করলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল ভুষিতা নার্স সোনালী সামন্ত।তাকে এই কাজে সহযোগিতা করেছে এস এস বি ১৭ ব্যাটেলিয়ন ফালাকাটা। সোনালি দেবী ওই চাবাগানের সরকারি উপ স্বাস্থ্যকেন্দ্রের নার্স। শনিবার চাবাগানের পিটি বস্তি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে এই সচেতনতা শিবির বসে। উপস্থিত ছিলেন নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক মন্ডল, মেডিকেল অফিসার সুপর্ন হালদার ও পুলিশ অফিসাররা। 
সোনালী দেবী জানান,এই চাবাগানের অবস্থা ভালো নয়। চাবাগান এলাকায় মদ্যপানের প্রবনতা ছিল। সম্প্রতি তামাক সেবন বেড়ে গেছে। স্কুলের ছাত্রছাত্রী থেকে অন্যদের মধ্যে গুটকা খাওয়ার প্রবনতা বাড়ছে। বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। পড়াশোনা ছেরে বাড়িতে থাকছে। পাশাপাশি বাল্যবিবাহের মতো ঘটনা ঘটছে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই এলাকার মানুষকে সচেতন করতে উদ্যোগ নিয়েছিলাম। আমাকে এই কাজে সাহায্য করেছে এস এস বি  ব্লক স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্যরা। 
এদিন এই শিবির উপলক্ষে চাবাগানের শ্রমিকদের মধ্যে দারুণ সারা পড়ে।