সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাগরাকাটায় ভেঙে যাওয়া সুখানী সেতু নির্মাণের কাজ শুরু খুশি

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বন্যায় ভেঙ্গে যাওয়া  নাগরাকাটার  সুখানী সেতু  নতুন করে তৈরির কাজ শুরু করার ঘটনায় খুশির হাওয়া নাগরাকাটা বস্তিতে। এদিন পুজো অর্চনা করে নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলাপরিষদের  বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শাহিদ শেখ,রুস্তম শেখ, কালাচাদ শেখ, স্থানীয় বাসিন্দা  মনরঞ্জন পাঠক সহ গ্রামবাসীরা, প্রসঙ্গত গত ছয়মাস আগে প্রাকৃতিক বিপর্যয়ে এই সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ব্লক প্রশাসন ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাজ্যসরকারের কাছে পাঠায়। রাজ্য সরকার অনুমোদন  দেওয়ার  পর এদিন থেকে কাজ শুরু হয়ে যায়। এই সেতু  তৈরি  হয়ে গেলে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ উপকৃত হবে।৫১ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি  তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নাগরাকাটা ব্লকের সদর দপ্তর থেকে মাত্র ৭ কিমি দুরে নাগরাকাটা বস্তি। জলঢাকা নদীর ধারে এই বস্তি হাতির উপদ্রুত এলাকা। মাঝেমধ্যে হাতি এসে ঘরবাড়ি  ভেঙে দেয়। এহেন বস্তিতে যাতায়াতের পথে একমাত্র সেতুটি গতবছর বন্যায় ভেঙে যায়। বস্তির লোকজন চরম সদস্যায় পড়ে। অবশেষে সেতুর কাজ শুরু হওয়ায় বাসিন্দারা বেজায় খুশি।