মালদায় রক্ত দান শিবির করলো বিদ্যুৎ পর্ষদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১১:০৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

আজ WEST BENGAL STATE ELECTRICITY BOARD ENGINEERS' ASSOCIATION Malda zone
সহযোগিতায় -মালদা ব্লাড আর্মি,নতুন আলো, রায়গঞ্জ মুক্তির কান্ডারী,West Bengal Voluntary Blood Donors Forum এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়ামে।।মালদা ব্লাড ব্যাংক কে রক্তেপূর্ণতা রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।।শোনা যাচ্ছে মালদা ব্লাড ব্যাংক রক্তশূন্য হয়ে পড়েছে তাই আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।।এই দিন ৩০জন রক্তদাতা রক্তদান করেছেন।।