চোরাই কয়লা বোঝাই পিকআপ ভ্যান আটক ওদলাবাড়িতে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
মাঝে মধ্যেই জপাইগুড়িলার সীমান্তবর্তী কালিম্পং জেলার পাহাড়ি এলাকা চুইখিম, ভুতখোলাভএলাকা থেকে পাহাড় কেটে কয়লা বের করে আনছে কিছু অসাধু মানুষ। দিনের বেলায় বস্তা করে ঘীস নদী হয়ে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে সেই সব কয়লা। তবে এব্যাপারে বন দপ্তরের নজরদারি রয়েছে সর্বত্র।প্রসঙ্গত উল্লেখ্য এই এলাকা কয়লা সংগ্রহের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব সত্বেও
মাঝে মধ্যে বন দপ্তরের চোখের আরালে চুরি হয়ে যাচ্ছে মুল্যবান পাহাড়ের কয়লা। এই ভাবেই এক পিকাপ ভ্যান ভর্তি কয়লা আটক করল কালিম্পং জেলার চেল রেঞ্জের বন কর্মিরা।
চেল রেঞ্জ বন দপ্তর সুত্রে জানা গেছে এই পিকাপ ভ্যান ভর্তি কয়লার গাড়িটি বাগ্রাকোট হয়ে গজলডোবা দিয়ে শিলিগুড়ি যাচ্ছিল। খবর পেয়ে চেল রেঞ্জের বন কর্মিরা রাতের বেলায় এই গাড়ির পেছনে ধাওয়া করে। কয়লার গাড়িটি বন দপ্তরের গাড়ির তারা খেয়ে ডামডিমের দিকে চলে যায়। ডামডিম এলাকায় গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। এরপর বন কর্মিরা কয়লা সমেত গাড়িটি আটক করে। জানা গেছে এই গাড়িতে প্রায় ৩০ বস্তা কয়লা আছে।