পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কৃষি উপকরন বিতর নও লোন মেলা
সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্দ্যোগে ব্লক কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় এবং জলবিভাজিকা প্রকল্প ও আত্মা প্রকল্পের মাধ্যমে জলসেচের সুবিধার জন্য ব্লকের চল্লিশজন কৃষককে মোটর পাম্প এবং পাইপ বিতরন করা হল। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গাছের চারা বিতরন করা হয়েছে। সেই সাথে মধুচাষে উৎসাহ দিতে পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীকে মধুচাষের সরঞ্জামপাতি দেওয়া হলো বলে জানান কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম। শীতলখুচী ব্লক কৃষি আধিকারিক প্রদীপ্ত ভৌমিক জানান, দুইটি স্বনির্ভর গোষ্ঠীকে টেইলারিং কাজের জন্য সেলাইয়ের মেশিন ও সরঞ্জামপাতি কেনা বাবদ 20 হাজার টাকা করে লোন অনুমোদন করা হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলখুচী বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী পাল, জেলাকৃষি অধিকর্তা তমাল কুমার ঘোষ, মহকুমা কৃষি সহ অধিকর্তা অশোক কুমার দে, বিশিষ্ঠ সমাজসেবী তপন গুহ প্রমুখ।