শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলিপুরদুয়ার শহরের ফুটপাত সৌন্দ্যেয়ায়ন করবে এসডেজিএ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

 আলিপুরদুয়ার শহরে রাস্তার পাশে ফুটপাত সৌন্দ্যেয়ায়নের উদ্যেগ নিয়েছিল এস ডে জি এ।শুক্রবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিধায়ক সৌরভ চক্রবর্তি।এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিতাভ মাইতি,মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ,প্রাক্তন পুরপতি আশিস দত্ত, বঙ্গরত্ন পরিমল দে প্রমুখ।বিধায়ক সৌরভ চক্রবর্তি বলেন,আলিপুরদুয়ার একটি ফোকাস ডিস্ট্রিক্ট। শহরের উন্নয়নে অনেক কাজ হয়েছে।এস ডে জি এ থেকে ১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছিল।সেই টাকা দিয়ে আলিপুরদুয়ার নিউটাউন মহাকালধাম থেকে বাটা মোড়, শোভাগঞ্জ,চৌপথী এলাকায় রাস্তার দুপাশে ফুটপাত করে সৌন্দ্যেয়ায়ন করা হয়েছে।আলিপুরদুয়ার শহরের ফুটপাত স্বপ্নের ফুটপাত।রাজ্যের অন্য কোন শহরে এমন নেই।এ ছাড়া আলিপুরদুয়ার শহরের চৌপথীতে একটি ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে ,একটি ঘড়ি বসবে এবং করা হবে ফোয়ারা ও সেলফি জোন। এতে আলিপুরদুয়ারের সৌন্দর্য তা আরও বাড়বে বলে জানান সাধারণ মানুষ।