শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লোকসভার ধাক্কা সামলে পুনরায় বোর্ড দখলে তৎপর তৃনমুল কংগ্রেস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

সামনের এপ্রিলে জলপাইগুড়ি জেলার দুই পৌরসভার ভোট। গত লোকসভা নির্বাচনে এই দুই পৌর এলাকায় বিজেপির কাছে বড় রকম ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। যদিও গত কয়েক মাসে সেই ধাক্কা সামলে ঘুরে দাড়িয়ে পুনরায় পৌর বোর্ড দখলে রাখতে তৎপর হয়েছে দল। লোকসভা ভোটের পর জেলা সভাপতি পরিবর্তন হয়। দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে নেতারা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। পাশাপাশি দলের খোলনলচে পরিবর্তন হয়েছে। বদলে দেওয়া হয়েছে কর্মসূচি। আগামী ২০২১ সালে রাজ্যের বিধান সভা ভোট। তার আগে পৌরসভার ভোটকে সেমিফাইনাল ধরে নিয়ে তৎপরতা শুরু করেছে। মাল পৌর এলাকায় সেই তৎপরতা দেখা গেছে। ইতিমধ্যে বর্তমান চেয়ারম্যান স্বপন সাহাকে ভাবী চেয়ারম্যান প্রজেক্ট করে দলের কর্মীরা প্রচারাভিযানে নেমেছে।দলের বিভিন্ন সংগঠনের কর্মীরাও এই অভিযানে সামিল হয়েছে। ইতিমধ্যে দলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের আহ্বায়ক অঞ্জন দাস জানিয়ে দিয়েছেন, শহরের ১৫টি ওয়ার্ডে ১৫ জন আহ্বায়ক নিয়োগ করা হয়েছে। ৫ জনের পর্যবেক্ষক দল করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষকরা দলের প্রার্থীদের পক্ষে প্রচার করবে। দলীয় সুত্রে খবর দলের ছাত্র, যুব  মহিলা সংগঠনে পরিবর্তন করা হবে। স্বচ্ছ ভাবমূর্তির সংস্কৃতি, শিক্ষা ও ক্রিড়া জগতের লোকেদের প্রচারে রাখার কথা ভাবা হয়েছে।ইতিমধ্যে পিকের টিম শহরে পর্যবেক্ষণ শুরু করেছে।জানাগেছে, আগামী ২ মার্চ কলকাতায় দলের নেতা কর্মী ও পৌর সদস্যদের নিয়ে বৈঠক আছে। সেই বৈঠকের পর প্রার্থী তালিকা ও দলের দায়িত্বে আগামী দিনে কারা আসছে সেই চিত্র পরিস্কার হবে। তারপরই
শুরু হবে বোর্ড দখলের লড়াই।