সংবিধানের কথা বলেন, বাক স্বাধীনতা কোথায়?
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
সারা দিন সংবিধানের কথা বলেন। কিন্তু সংবিধানে উল্লেখ করা বাক স্বাধীনতা কোথায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘আপনি তো (শেখ হাসিনা) গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন। সংবিধানের কথা সকাল থেকে রাত পর্যন্ত যতবার বলেন অন্য কেউ এত বলে না। কিন্তু সংবিধানে আমার বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, লেখার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সভা-সমাবেশে নিশ্চিত করা হয়েছে, আপনি তো সেটা মানেন না।
"ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধানেরর সঙ্গে সাংঘর্ষিক। আপনি তা পাশ করিয়েছেন। তাহলে সংবিধান এখন কোথায়?"- বলেন দুদু।
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকুমার বড়ুয়া, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
বিএস