শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংলাপের দাবি অনুযায়ী সমাবেশের অনুমতি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

সংলাপের দাবি অনুযায়ী সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সরকারি সুযোগ-সুবিধা (প্রোটোকল, পতাকাবাহী গাড়িসহ আচরণবিধি লংঘন হয়) কেউই পাবেন না।  অতিরিক্ত সুযোগ সুবিধা কাউকেই দেওয়া হবে না।  অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আন্তরিক আমরা।’

তফসিল ঘোষণার বিষয়ে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পর সব নিয়ন্ত্রণ চলে যাবে নির্বাচন কমিশনের হাতে।  বিদেশি পর্যবেক্ষক আনার বিষয়টিও কমিশনের এখতিয়ার।

সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত যতটা সংলাপ হয়েছে, আমি মনে করি ফলপ্রসূ এবং সফল হয়েছে।  একটি সংলাপের মধ্য দিয়েই এতদিনের বরফ গলে যাবে এটা ভাবা যাবে না।  তবে আমি বলবো সংলাপ এবং আন্দোলন একসঙ্গে চলে না।’

তিনি বলেন, ‘মামলার সঙ্গে রাজনৈতিক বিষয় তথা নির্বাচনকে মেলানোর কোনো যুক্তি নেই।  যে মামলায় দণ্ড হয়ে গেছে, তাতে জামিন হবে কিনা সেটা উচ্চ আদালতের ব্যাপার, তারা আইনি লড়াই করুক।’

নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।  এখনও সংলাপ বাকি আছে।  সেখানে আলাপ আলোচনা করা হবে।
মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেতে চাইলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন।  আলোচনার পথ খোলা আছে।

খালেদা জিয়ার জামিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে প্রায় ৩০টি মামলায় খালেদা জিয়া জামিন পেয়েছেন।  আর যে মামলায় রায় হয়েছে সে মামলা আমরা করিনি।  রায়ও আমরা দিইনি।  তাই রায়ের বিষয়ে তারা আইনিভাবে আদালতে এগুতে পারে।  এর পুরোটাই আদালতের বিষয়।