মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আপদকালীন স্বাস্থ্য শিবির
সাজ্জাদ হোসেন, কোচবিহার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
পরীক্ষার্থীরা যে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেবার জন্য রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে প্রতিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টীম পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজকে একটি স্কুলের ওই রকম এক মেডিক্যাল টীমের সাথে কথা হল। তারা জানান, তেমন কঠিন কিছু ঘটনা নজরে না এলেও ছাত্রছাত্রীদের সামান্য মাথাব্যথা অথবা এসিডিটির লক্ষণ নিয়ে আমাদের কাছে আসেন। সেরকম প্রয়োজনীয় ঔষধ দিয়েই সেগুলো সাড়িয়ে যায়,বড় কিছু অসুবিধা হয় না।
কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেবার জন্য রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে প্রতিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টীম পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজকে একটি স্কুলের ওই রকম এক মেডিক্যাল টীমের সাথে কথা হল। তারা জানান, তেমন কঠিন কিছু ঘটনা নজরে না এলেও ছাত্রছাত্রীদের সামান্য মাথাব্যথা অথবা এসিডিটির লক্ষণ নিয়ে আমাদের কাছে আসেন। সেরকম প্রয়োজনীয় ঔষধ দিয়েই সেগুলো সাড়িয়ে যায়,বড় কিছু অসুবিধা হয় না।