সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদারি হাটে খাঁচাবন্দি লেপার্ড

শোভন মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

আলিপুরদুয়ার : 

মাদারিহাটের  তুলসিপাড়া চা বাগান থেকে বনদপ্তরের নতুন কৌশলে খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক স্ত্রী  লেপার্ড । জানা গিয়েছে সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের তুলসিপাড়া চা বাগানের 2 ও ৩ নং সেকশনের মাঝের থেকে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় এই স্ত্রী লেপার্ডটি । এই বিষয়ে উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি তুলসিপাড়া চা বাগানের ৩ নং সেকশন থেকে খাঁচাবন্দী হয় একটি কমবয়সী ছোটো লেপার্ড ।  ত খন ই বিষয়টা পরিষ্কার হয় ছোটো লেপার্ড যখন খাঁচাবন্দী হয়েছে তখন হয়তঃ তার মা লেপার্ড ও বাগানে রয়েছে তাই মা লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে বনদপ্তর অভিনব কায়দা অবলম্বন করা শুরু । সাধারণ খাঁচায় টোপ হিসেবে ছাগলকে রাখা হয় কিন্ত এই লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে বনদপ্তর টোপ হিসেবে ছোটো লেপার্ডের পুতুল ব‍্যবহার করে কেননা মা লেপার্ড তার বাচ্চা লেপার্ডকে খুঁজতে বের হবেই  এবং তাতেই কেল্লা ফতে। খাঁচাবন্দী হয়ে পড়ল মা লেপার্ডটি । সোমবার সকালে বাগানে কাজ করতে এসে শ্রমিকরা লক্ষ‍্য করে খাঁচাবন্দী হয়েছে লেপার্ড তারা বনদপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জে খবর দেয় । ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যায় । কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এলাকা জুড়ে।