জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি
পুষ্প প্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।তার আগে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে চলছে জোর কদমে প্রস্তুতি।কেন্দ্র গুলোতে চলছে সিট নাম্বার বসানোর কাজ।পরীক্ষার জন্য পুলিশ প্রশাসনের তরফেও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মাল এস ডি পি ও দেবাশীষ চক্রবর্তী।তিনি বলেন,মাল মহকুমার সব পরীক্ষাকেন্দ্র থাকবে পুলিশ।পরীক্ষার সময় যাতে কোনো রকম মাইক বা ডি জে বাজানো না হয় তার জন্য সাউন্ড অপারেটর দের নিয়ে বৈঠক করা হয়েছে।পরীক্ষার সময় যাতে কোনো পরীক্ষাথী যাতায়াতের সমস্যা না পড়ে তার জন্য বিভিন্ন যানবাহন যেমন বাস,টোটো,ম্যাজিক গাড়ির চালকদের বলা হয়েছে।ট্রাফিক ব্যাবস্থাও সাজানো হয়েছে।মেটেলি ব্লকে ৫ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে।ব্লকের ৬ টি উচ্চ বিদ্যালয়ের মোট রেগুলার পরীক্ষাথীর সংখ্যা ৮৫৯ জন।সব মিলিয়ে পরীক্ষাথীর সংখ্যা ১২৫০ জন।চালসা গয়ানাথ বিধ্যাপীঠে ৯৯,বিধাননগর উচ্চ বিদ্যালয়ের ৭৭,মেটেলি উচ্চ বিদ্যালয়ের ১১০,মেটেলি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয়ের ৩০৯,সামসিং উচ্চ বিদ্যালয়ের ১১৬ ও পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয়ের ১৪৮ জন রেগুকার পরীক্ষাথী পরীক্ষা দেবে।সামসিং উচ্চ বিদ্যালয় বাদে বাকি ৫ টি বিদ্যালয়ে পরীক্ষা হবে।