রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাছ নাকি যমদুত

অপমৃত্যুর জন্য ডাকে দিচ্ছে, রহস্য

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার

কথায় বলে একটি গাছ একটি প্রান। আবার সেই গাছ যদি একাধিক মানুষের মৃত্যুর কেন্দ্রবিন্দু হয় তবে রহস্য তৈরি হয় বৈ কি! 

গত ১৩ ফেব্রুয়ারি সাতসকালে মালবাজার শহর সংলগ্ন পার্কের পাশে রাজা চাবাগানের একটি গাছ থেকে কিরন গোপ নামের এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান ছিল আত্মহত্যা । এনিয়ে চাঞ্চল্য সৃষ্ঠি হয়। এই মৃত্যু যত না চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে তার চাইতে বেশি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিশপ্ত ওই গাছকে ঘিরে। 
মৃত কিরন গোপের কাকা সমীর গোপ গত বছর ওই গাছে ফাঁস লাগিয়ে মারা যান। শুধু তাই নয়, ওই গাছেই ফাঁস লাগিয়ে তার আগেই আরও তিনজন ফাঁস লাগিয়ে মারা গেছেন বলে জানাগেছে। এতেই রহস্য দানা বেধেছ। স্থানীয় বাসিন্দা শান্তি ছেত্রী জানান, গাছে ভুত আছে। ওটাকে কেটে ফেলা উচিত। 
আর এক বাসিন্দা বাপী সাহা বলেন, গাছটি বড় রহস্যময়। পর পর এতগুলো মৃত্যু। কেটে ফেলা উচিত। 
একই গাছে কেন বার বার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হচ্ছে?  এনিয়ে কৌতুহলের সীমা নেই। সত্যি কি গাছটি ভৌতিক?  এনিয়েই রহস্য তৈরি হয়েছে।