রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইনি সচেতনতা নিয়ে মালবাজারে শিবির

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার

মালবাজার ,

জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে রবিবার মাল পঞ্চায়েত সমিতির সভা কক্ষে আইনি সচেতনতা শিবির হল। এদিন প্রধানত পাচারের সম্মুখীন হওয়াদের আইনি পরিষেবা এবং ক্ষতিপূরণ দান, ব্যবসায়িক ক্ষেত্রে যৌন শোষণের শিকারদের আইনি সহায়তা দান নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলপাইগুড়ি আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা অস্মিতা সমাজদার, মাল মহকুমা আইনি পরিষেবা কমিটির সভাপতি রশিদ আলম, মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী , জলপাইগুড়ি জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীনবন্ধু সাহা প্রমুখ বক্তব্য রাখেন। সচেতনতা শিবিরে বিভিন্ন এলাকার থেকেও অসরকারি সমাজসেবী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা যোগ দেন।