রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাস্তা না থাকার কারণে ঝুঁকিপূর্ণ ভাবে পুকুর পাড় দিয়ে যাতায়াত

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

দক্ষিণ দিনাজপুরঃ স্বাধীনতার 72 বছর কেটে গেলেও বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নওপাড়া এলাকায় নেই চলাচলের রাস্তা ।

গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরে বার বার জানানো সত্ত্বেও রাস্তা নির্মাণের ব্যাবস্থা গ্রহণ করেনি কেউই। 
বর্তমানে রাস্তা না থাকার কারণে পার্শ্ববর্তী এক পুকুর পাড় দিয়ে অত্যন্ত কষ্টে যতায়ত করতে বাধ্য হচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষ ।বাসিন্দা রা জানান  সমস্যা আরো বেড়ে যায় বর্ষাকাল এলে,সে সময় একরকম বন্ধ হয়ে পড়ে গ্রামের যাতায়াত ব্যাবস্থা।  ওপরদিকে পুকুর পাড় দিয়ে যাতায়াত করতে গিয়ে গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েরা যেকোনো সময় জলাশয়ে পরে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা, সে নিয়েও সব সময়ই আতঙ্কে থাকেন এলাকার অভিভাবকরা।
অবিলম্বে চলাচলের রাস্তা নির্মাণের দাবি জানিছেন এলাকাবাসী রা।