সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলয়ামা ঘটনার বছর পূর্তিতে সীমান্তরক্ষীদের সম্মান জানালো একদল যু

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

মালদা:

পুলয়ামা ঘটনার বছর পূর্তিতে সীমান্তরক্ষীদের সম্মান জানালো একদল যুবক।
শুক্রবার চারিদিকে ব্যাস্ত প্রেম দিবস পালন করতে, একে অপরের প্রতি গোলাপ, চকলেট হয়তো আরো অনেক কিছুই। ঠিক তখনই সব কিছুকেই উপেক্ষা করে একদল  ১৪ ফেব্রুয়ারির সকালে সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের নিয়ে পালন করলো এক শহিদ স্মরণ সভা, স্মরণ সভার শেষে বীর জাওয়ানদের চোখের জল মুছিয়ে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নিজেদের হাতে করে মিষ্টি বিতরণ করেন তারা। 
তারা এই ভাবেই লেগে থাকুক দেশের সেবার জন্য। তাদের প্রতিটা কাজে ফুটুক দেশের প্রতি সেবা ও ভালোবাসা। আমরা মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিলাম নুতুন করে তাদের কারণ ৪০ জন ভাই আমাদের জওয়ানদের মধ্যেই আছে, আমাদের ছেড়ে তারা যায়নি।আজকের দিনেই ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহন ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ায় অবন্তীপাড়ার কাছাকাছি জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী হামলার শিকার হয়। এই হামলার ফলে আমাদের ৪০ জন সিআরপিএফ জাওয়ান শহীদ হয়েছিলেন।