সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তুলসীবেড়িয়া দরগা শরীফে ষোল তম বার্ষিক ঊরুষ মিলন উৎসব

বাবু হক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

হাওড়ার তুলসীবেড়িয়া দরগা শরীফে ষোল তম বার্ষিক ঊরুষ মিলন উৎসব ঘিরে ভক্তদের ঢল নামবে,,,,,,,,,, হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফ ও ঊরুষ মিলন উৎসব কমিটির আয়োজনে ষোল তম বার্ষিক ঊরুষ মিলন উৎসব অনুষ্ঠিত হবে তের চোদ্দ পনের ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত তিনি দিন ধরে হজরত পীর শাহ সুফি মৌলানা আব্দুল হামিদ আলী খাঁন রঃ স্মরণে, বিশ্বের বিভিন্ন স্থানের ভক্ত শিষ্য মুরিদান মেহমান দর্শনার্থীদের ঢল নামবে বলে জানান তুলসীবেড়িয়া দরগা শরীফ ও পবিত্র ঊরুষ মিলন উৎসব কমিটির সম্পাদক তথা চিপ গদ্দিনশিন ও চিপ মোয়াল্লিম দরগা শরীফের পীরজাদা জনাব রফিকুল ইসলাম খাঁন সাহেব আমাদের প্রতিনিধিকে। পবিত্র কোরআন শরীফ পাঠ, পতাকা উত্তোলন, রক্ত দান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, আঁকা বাঁকা প্রতিযোগিতা পাঁচ থেকে বারো বছর, দরিদ্র সেবা ও লঙ্গর খান,ডটস ও ক্যান্সার প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা শিবির, পাঁচ থেকে বারো বছর বয়সের যোগব্যায়াম প্রতিযোগিতা, পরিবেশ দূষণ রোধে সচেতনতা শিবির,নাত ও গজল, আবৃত্তি প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা  ও সুগার পরীক্ষা শিবির, প্রার্থনা দোওয়া মোনাজাত করা,ফকিরি গান উলুবেড়িয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পী সম্বনয়ে, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান, এলাকার মেধাবী ছাত্র ছাত্রী দের সংবর্ধনা ও দরিদ্র দিনমজুর প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের   সদস্যদের পাশে দাঁড়াতে বস্ত্র ও শীতবস্ত্র সহযোগিতা, পুরষ্কার বিতরণ, মাহফিলে মিলাদ শরীফ হিন্দিতে, বিশেষ প্রার্থনা, গ্রাম নির্মল অভিযান, ক্যুইজ প্রতিযোগিতা, প্রার্থনা, সম্প্রীতির বন্ধনে সোন্দলপাক সহ পথ পরিক্রমা, মাজার জিয়ারত ও প্রার্থনা,নাত ও গজল মাহফিলে মিলাদ শরীফ বাংলা,সামা কাওয়ালি,বিশ্ব শান্তির জন্য প্রার্থনা,প্রসাদ শিন্নি ভোগ তাবারুক বিতরণ , সকলের সার্বিক সুখ শান্তি মঙ্গল সমৃদ্ধি  কামনা করে,সৌভাতৃত্ব, সার্বভৌমত্ব রক্ষা, ঐক্যবদ্ধভাবে জীবন যাপন জীবিকা , ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে আহ্বান জানিয়ে গণতন্ত্র রক্ষার স্বার্থে ভারতের সংবিধানকে শ্রদ্ধা নিবেদন করে ঊরুষ মিলন উৎসব থেকে আগত ভক্ত শিষ্য মেহমান দর্শনার্থীরা আগামী দিনে আবারো আসার সংকল্প নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন পীরজাদা রফিকুল ইসলাম খাঁন সাহেব। তিন দিনের কর্মসূচিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের সর্বস্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে ঊনিশো তিরানব্বই থেকে ধারাবাহিকভাবে চলে আসছে চিরাচরিত রীতি নীতি নিয়ম কানুন শৃঙ্খলা অনুসারে শিলশিলা মোতাবেক পরিচালিত হয় ঊরুষ মিলন উৎসব সকলের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে যতোদিন যাচ্ছে ততই সমাগম বাড়ছে বলে জানান শিক্ষার্থী সিরাজাম মনিরা।মেলা উৎসব মানব প্রেমী সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক বলেন হাজারো বিকিনির সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসবেন বিক্রেতারা।