সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মর্মান্তিক পথ-‌দুর্ঘটনায় মৃত্যু ৩

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

মালদা:

মর্মান্তিক পথ-‌দুর্ঘটনায় মৃত্যু ৩ যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ ৮১ নম্বর জাতীয় সড়কের ওপর জিয়াগাছি মসজিদের কাছে বাঁক নেওয়ার সময় চাঁচলের দিক থেকে আসা একটি লরি সঙ্গে ধাক্কা মারে একটি ছোট চারচাকাকে। সেই গাড়িতে চালকসহ আরও ২ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুটি গাড়ির গতিবেগ এত বেশি ছিল যে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চালক সইদুর রহমান ও দুই যাত্রী আসিরুদ্দিন ও আমিরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ৩ জনেরই বাড়ি পুরাতন মালদা ব্লকের নবাবগঞ্জ এলাকার কদমতুলি গ্রামে। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, আমিরুল টাওয়ারে শ্রমিক সাপ্লাইয়ের কাজ করতেন। চাঁচল এলাকায় শ্রমিক খোঁজার জন্যই তারা হয়তো বাড়ি থেকে বের হয়েছিল বলে জানা গিয়েছে। 
চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস জানিয়েছেন, ‘‌মৃতদেহগুলি উদ্ধার করে মালতিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।’‌