মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আব্দুর রউফ

ভূমিকম্প

আব্দুর রউফ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

 ভূমিকম্প

আব্দুর রাউফ

ভূ-পৃষ্ঠের তলদেশে হলো সংঘাত
মুখোমুখি এসে লড়ে দুইখানি পাত।
ভূ-পৃষ্ঠে ক্ষণিক কম্পন অনুভূত হয়
লোকে কেবল শঙ্কিত কি হয়, না হয়!
রিখটারে কম্পন যদি থাকে সাত
বাড়ী-ঘর ধূলিসাৎ,লাগে না কোনো অজুহাত।
কম্পনের অনুভূতি যদি হয় বেশী,
কিছুই থাকে না বাকি, নাশ হয় দেশ-ই।
রিখটারে কম্পন যদি দেখায় ছয়
ক্ষয়ক্ষতি নিশ্চয়,আছে বড় ভয়।
রিখটারে কম্পন পাঁচ ছাপিয়ে গেলে
ক্ষণিকের দোলনায় ভূ-পৃষ্ঠ দোলে।
মেদিনীর থরহরি কম্পন হবে মহাপ্রলয় ক্ষণে!
পূর্বাভাসে অপারগ আজও বিজ্ঞানে।
-----------লাাাা