সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতলখুচী বাজারে আগুন লেগে ভস্মীভূত সাতটা কাপড়ের দোকান

সাজ্জাদ হোসেন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

 

রাত সাড়ে তিনটা নাগাত শীতলখুচী বাজারের অভ্যন্তরে একটি কাপড়ের দোকানে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে সকলের ধারনা। সেখান থেকে প্রায় সাতটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মাথাভাঙ্গা ও শীতলখুচীর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় অনেক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে সমর্থ্য হয়।

শেষ রাতে হঠাৎ করে আগুন লাগায় লোকজনেরও টের পেতে একটু সময় লাগে। কিন্তু পাশাপাশি  সব গুলোই কাপড়ের দোকান হওয়ায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন আসার আগেই কাপড়ের দোকান গুলিকে আগুন পরিপূর্ণ গ্রাস করে ফেলে। অনুমান করা হচ্ছে যে, প্রায় দুইকোটী টাকার শীতবস্ত্র সহ দোকানপাট ভস্মীভূত হয়েছে।
এই ঘটনায় দোকানদারা শোকাহত হয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। আজ সকাল বেলা ঘটনস্থলে এসে পরিদর্শন করে দোকানদারদের শান্ত্বনা দিয়ে গেলেন শীতলখুচীর বিডিও গ্যালপো ওয়াঙচুক ভুটিয়া, এম এল এ হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি  মালতী পাল এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার গুহ প্রমুখ।