‘সৈয়দ আশরাফের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম’
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১১:০৫ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ,তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। বর্তমানে ৪র্থ স্টেজে আছেন। পরিবারের সদস্যসহ কাউকেই চিনতে পারছেন না তিনি। এমনকি নিজের মেয়েকেও না।
সৈয়দ আশরাফের ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম গতকাল রো্ববার বিকেলে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয়,তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।
সৈয়দ শাফায়াতুল ইসলাম বলেন,আমার ভাইয়ের অসুস্থতা নিয়ে অনেকেই মিথ্যা মিথ্যা কথা ছড়াচ্ছেন।তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও স্বার্থসিদ্ধির চক্রান্ত হচ্ছে।অহেতুক গুজব না ছড়িয়ে সৈয়দ আশরাফের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
বক্তব্যে সৈয়দ শাফায়াতুল ইসলাম বলেন; সৈয়দ আশরাফ একজনই,তিনি অপ্রতিদ্বন্দ্বী। একদিন বাংলাদেশের ইতিহাস লেখা হবে,তখন তিনি বাবা সৈয়দ নজরুল ইসলামকেও ছাড়িয়ে যাবেন।তিনি হবেন ইতিহাসের মহানায়ক।
১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যায় নিহত জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের জ্যৈষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম।তিনি আওয়ামী লীগের বিগত কমিটিতে টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য;কিশোরগঞ্জ-১আসনের এমপি,জননন্দিত রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম অনেকদিন ধরেই অসুস্থ। তবে তার শারীরিক অবস্থা কতটা খারাপ এ নিয়ে কারো স্পষ্ট ধারণা ছিল না।