ঘুরছে মানুষ
আধারের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ
জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
জব্বার আলী,
ইসলামপুর, পুষ্প প্রভাত নিউজ ,1 ফেব্রুয়ারি 2020
এনআরসি নাগরিকত্ব আইন এবং এনপিআরের কথা শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসলামপুর এলাকার মানুষ। স্বাভাবিক কারণেই হিড়িক উঠেছে আধার কার্ড সহ অন্যান্য সকল নথিপত্র সংশোধনকরার। ইসলামপুর এলাকার জনসংখ্যা প্রায় দুই লাখেরও বেশি কিন্তু সেই অনুপাতে আধারের কেন্দ্র রয়েছে সর্বসাকুল্যে মাত্র দুটি। এর কারণে অনেকেই আধার সংশোধন করাতে পারছেন না ।এমনকি নতুন রূপে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়তে চাইছে তারা আধার তৈরি করতে পারছে না ।আধার সংশোধন করতে গেলে এখন পেরোতে হচ্ছে আরেকটি নতুন ধাপ। অনলাইনে আধার কার্ড সংশোধনের জন্য তারিখ নিতে গিয়ে নতুন আধার কার্ড তৈরির জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই নিকটবর্তী আধার কেন্দ্রের অ্যাপোয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না।ফলে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যদিওবা দু'একটি ক্ষেত্রে আধার কেন্দ্রের তারিখ পাওয়া যাচ্ছে তা নিজের বাড়ি থেকে 300-400 কিলোমিটার দূরে ।স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইসলামপুর পৌরসভার পৌরপতি তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল কে প্রশ্ন করা হলে তিনি জানান এটি কেন্দ্র সরকারের বিষয় । এতে আমরা কোন ভাবেই হস্তক্ষেপ করতে পারছি না তইসলামপুরে যে আধার কেন্দ্রের যে অপ্রতুলতা রয়েছে সে বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য উত্তর দিনাজপুরের জেলাশাসককে জানিয়েছেন বলেও তিনি জানান । জনসাধারণের দাবি অবিলম্বে এই আধার সংশোধন এবং নতুন নাম নথিভুক্ত করার কাজকে ত্বরান্বিত করতে হলে খুব শীঘ্রই আরো কিছু আধার কেন্দ্র করে খুলতে হবে। এখন দেখা যাক কবে কেন্দ্র সরকারের এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে ।সেদিকে তাকিয়ে আছে ইসলামপুরের জনসাধারণ। যদিও একটি অভিযোগ সাম্প্রতিককালে উঠে এসেছে যে কিছু কিছু এলাকায় এলাকায় গোপনে এবং চোরাপথে মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি হচ্ছে কিন্তু প্রশাসনের এ বিষয়ে কোনো হেলদোল নেই। ইসলামপুরের মহাকুমা সমাহর্তা খোরশেদ আলম কে প্রশ্ন করা হলে তিনি জানান এই বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই যে চোরাপথে আঁধার তৈরি হচ্ছে তবে অভিযোগ এলে বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব ।