শিবমন্দিরে জমি দান মুসলিমের, শিল্যানাস হিতেনের
সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
কোচবিহার জেলার গোসাইরহাট গ্রামপঞ্চায়েত এলাকার ভবেরহাটে সম্প্রীতির নজির রেখে গেছেন স্থানীয় বয়েজুদ্দীন মিঞা। তিনি সত্তুর বছর আগে শিব মন্দির নির্মাণে জমিদান করে গেছেন, যেখানে শিবের পূজা এবং মেলা হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। বয়েজুদ্দীন মিঞা ধর্মে মুসলমান হলেও প্রতিবেশী হিন্দু ধর্মের মানুষের প্রতি সৌভ্রাতৃত্বের টানে নির্দ্বিধায় জমিদান করে বলিষ্ঠ অবদান রেখে গেছেন।
বর্তমানে মন্দির কমিটি সেই মন্দিরটিকে নবরুপে সাজানোর বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছেন। মন্দির কমিটির সম্পাদক সুকুমার বর্মন জানান, ধীরে ধীরে প্রতি বছরেই এই মন্দিরে ভক্তবৃন্দের সমাগম বেড়েই চলেছে। সে কারনে মন্দিরটিকে বড়সড় করানোর প্রয়োজন দেখা দিয়েছে। তিনি জানান এলাকার সাধারন মানুষ ও ভক্তবৃন্দের সহযোগিতায় আনুমানিক 22 লক্ষ টাকার বাজেট নিয়ে এই স্থানে নতুন মন্দির ভবন নির্মানের কাজ শুরু করা হচ্ছে। আজকে তারই ভূমিপূজা এবং শিলান্নাস অনুষ্ঠান ।
ভবেরহাট সংলগ্ন শিব মন্দিরের নতূন ভবনের ভুমিপূজা এবং শিলান্যাস করলেন শীতলখুচীর বিধায়ক হিতেন বর্মন । সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদ সদস্য তথা শিক্ষা কর্মাধ্যক্ষ অশোক রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী পাল, গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মদন বর্মন প্রমুখ।
শিব মন্দির পরিচালন কমিটির তরফে জানা গেছে, বিধায়ক হিতেন বর্মন ব্যাক্তিগত ভাবে মন্দির নির্মানকল্পে 50 হাজার টাকা দান করবেন বলে ঘোষনা করেছেন। পাশাপাশি গোসাইরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ধীরেন্দ্রনাথ সাহা এই মন্দির নির্মানে প্রয়োজনীয় অর্থদানের আশ্বাস দিয়েছেন। মন্দির কমিটির সদস্য অশোক রায় জানান, উত্তরবঙ্গের নামকরা অন্যতম জল্পেশ শিব মন্দিরের আদলে এই শিব মন্দিরটি বানানোর পরিকল্পনা আছে।