শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালিয়াচকে গান্ধী হত্যাকারীর শাস্তি,এনআরসি-র বিরুদ্ধে মানববন্ধন

পুষ্পপ্রভাত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

জাতির জনক মহত্মা গান্ধী হত্যাকারীর শাস্তি ও এনআরসি, সিএএ-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ

জাতির জনক মহত্মা গান্ধী হত্যাকারীর শাস্তি ও এনআরসি, সিএএ-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ

জাতির জনক মহত্মা গান্ধী হত্যাকারীর শাস্তি ও এনআরসি, সিএএ-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ পালন করলো জামাআতে ইসলামি হিন্দ ও ইসলামিক স্টুডেন্ট জামাআতে ইসলামি হিন্দ ও ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন কমিটির তরফে কালিয়াচক চৌরঙ্গীতে ওই বিক্ষোভ কর্মসূচি করা হয়। মানব বন্ধনের মাধ্যমে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বি জে পির বিরুদ্ধে সরব হন বক্তারা।নেতারা অভিযোগ করেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন নাথুরাম গডসের প্রতিকৃতিতে মালা দেন তেমনি অন্যদিকে মহাত্মা গান্ধীর মুর্তিতেও মালা দেন। গান্ধীজির হত্যাকারী দের সমর্থন করেন তিনি। বি জে পির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধেও বক্তব্য রাখেন তারা। ধর্মের নামে বি জে পি দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে এদিন জামাআতে ইসলামি হিন্দ ও ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন নেতারা অভিযোগ করেন। সি এন আর সির বিরূদ্ধেও সরব হন নেতারা। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামি হিন্দ ও ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন কমিটির জাহির আব্বাস,ইউসুফ আলি, নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার, আফতাবউদ্দিন আহমেদ প্রমুখ নেতৃত্ব। এদিনের এই বিক্ষোভ সমাবেশে কালিয়াচক ব্লকের বিভিন্ন এলাকার জামায়েতে ইসলামি হিন্দ ও ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমবেশে উপস্তিত ছিলেন প্রচুর পরিমাণে মহিলা কর্মীরা।