NRC CAA প্রতিবাদ হলো শীতলখুচীতে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
জাতীয় জনসংখ্যা রেজিষ্ট্রেশন(NPR), জাতীয় রেজিষ্ট্রশন অফ সিটিজেনশীপ(NRC) এবং সিটিজেন সংশোধনী আইন(CAA) এর প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত হলো শীতলখুচীতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই সভার আয়োজক NO NRC FACEBOOK GROUP.
কলিকাতা প্রসিডেন্সী কলেজ, আলিয়া ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । শীতলখুচী মার্কেট কমপ্লেক্স এর উঠোনে শত শত মানুষ বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অর্পিতা সাহা জানালেন,কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ভারত বর্ষের মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। দেশে বেকার যুবকদের চাকরি নেই সে চিন্তা কেন্দ্রের বিজেপি সরকারের নেই। বরং মোদী সরকার বেসরকারি করণের নামে চাকরি ওয়ালা মানুষকে চাকরী ছাড়া করে দিচ্ছেন।
ইউনিভার্সিটির ছাত্র অনির্বাণ দাস তার বক্তব্যে জানালেন, সরকার গরীব মানুষকে বিপদে ফেলে, ধনী পুঁজিপতিদের পেট ভরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ছন্দক চ্যাটার্জী বলেন, এন আর সিতে শুধু মুসলমানদের বিপদ নয়,আসামে দেখেছি হিন্দুরাও তেরো লক্ষ সেখানে ডিটেনশন ক্যাম্পে আছে। আর এখানকার হিন্দুরা কি বেঁচে যাবেন।