বু-আলি মুসলিম বয়েজ হোস্টেলে অনুষ্ঠিত হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস
সানাউল্লাহ আহমেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার
প্রতিবছরে ন্যায় এবছর অনুষ্ঠিত হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস। সকাল সাড়ে নয়টার মধ্যে প্রায় শতাধিক হোষ্টেল ছাত্রদের অগ্ৰগণ্য ভূমিকা মধ্য দিয়েই ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোষ্টেল কর্ণাধার মাননীয় মোহাম্মদ আতাউর গণি(প্রাক্তন প্রধান শিক্ষক ), এছাড়াও অন্যান্য অগ্ৰগণ্য কার্যনির্বাহী সংসদের ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠানে বেশকিছু ছাত্র তাঁদের মুল্যবান বক্তব্য তুলে ধরেন সকল ছাত্রদের বক্তের মধ্যে ফুটে উঠেছে আমরা ভারতীয় আমাদের জন্যই দেশের সংবিধান আর এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের । ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য আমারা ভারতীয় শিক্ষার্থীদের উঠে পড়ে লাগতে হবে এবং আজকের দিনে শপথ গ্রহণ করতে হবে যেন আমাদের দেশ ভারতবর্ষ আমাদের দেশ রক্ষার জন্যই সংবিধান আর এই সংবিধান কে বাঁচিয়ে অটুট রাখতে হলে আমাদের সদাসর্বদা সজাগ থাকতে ও সচেতনতা অবলম্বন করতে হবে। অনুষ্ঠানের শেষ লগ্নে হোষ্টেল কর্ণাধার মাননীয় আতাউর গণি সাহেব তুলের ধরেন আজকের ৭১ তম প্রজাতন্ত্র দিবস এর গুরুত্ব ও তাৎপর্য, তিনি বলেন আমরা ভারতীয় নাগরিক এখানে কোথাও বলা নেই কোনো গোত্রের কথা কোন ধর্মের কথা বলা হয়েছে সকল ধর্মের সকল বর্ন,গোত্রের একটি নিরপেক্ষ গনতান্ত্রিক দেশ ।এটি এমন একটি দেশ যেখানে এতো জটিল, সার্বভৌমত্ব ও বিশালতা নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ সংবিধান আজকের দিনেই রচিত ও কার্যকর হয়।এতে প্রায় ২ টি বছর সময় লাগে তার একটিই কারন ছিল প্রত্যেক টি আইন লাঘু হলে এর প্রতিফল ভালো ও মন্দ কি কি হতে পারে সকল প্রকার আলোচনা। তিনি আরো বলের ডঃ বি আর আম্মেদ করের জীবন ব্যবস্থা এছাড়াও বলেন নিজেদের অধিকার প্রতিষ্ঠাতা। অধিকার কাকে বলে কি ভাবে পাওয়া যায় তার বিস্তারিত আলোচনা মধ্যে তিনি কিছু ছাত্রের কথা তুলে ধরেন উদাহরণ হিসেবে। সবশেষে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার কোনগুলো সেগুলো কি ভাবে কাজে লাগানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত বর্ননা দেন হোষ্টেল কর্ণাধার সাহেব। সর্বশেষ জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি সূচনা হয়।