রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন

Faruk

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৪ এএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

দি কল্যাণী ইউনিভার্সিটি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড স্থাপিত ১৯৭০ সালে, সুবর্ণজয়ন্তী বর্ষ পালিত হয় শুক্রবার। 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই উপলক্ষে  এ পি জে আবদুল কালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 প্রকাশিত হয় দি কল্যাণী ইউনিভার্সিটি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন। 

এদিন কল্যাণী ইউনিভার্সিটি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় গৌতম পালকে।

উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, রেজিস্ট্রার দেবাংশু রায়, অর্থ আধিকারিক মৃদুল কুন্ড, পিজি কাউন্সিলের সেক্রেটারি ড. পিনাকী চট্টোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডা: শ্রীকুমার চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ পাল,  প্রমুখ।

এদিন নৃত্যানুষ্ঠান পরিবেশন করে মুগ্ধ করেছে দেবাশিষ আচার্য্যের টিম নবতরঙ্গ ড্যান্স অ্যাকাডেমি।

এদিন উদ্বোধনের পর বক্তব্য রাখার সময় গৌতম পাল বলেন ঋণ দান, সঞ্চয়ের সহায়তা, নিজস্ব সেভিংস ব্যাঙ্কের সুবিধা ও নিজস্ব হলিডে হোমের পাশাপাশি গরিবের পরিবারের সদস্যদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করতে হবে। গেস্ট হাউস বিল্ডিং, হোস্টেল সহ ফাইন্যান্স সহায়তা দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কাজ করতে এগিয়ে আসুক।