রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

হক জাফর ইমাম, মালদা:
পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দল নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার সেতু মোড় এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির বিরোধী বিজেপির দল নেতা নিতাই মন্ডল এদিন বিজেপি কার্যালয়ে মিটিৎ যাচ্ছিলেন। সেই সময় ট্রাফিক পুলিশ তাকে আটকায় ও গাড়ি কাগজ দেখতে চায়। দীর্ঘক্ষন আটক রেখে হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ। নিতাই বাবু আরও বলেন,তার কাগজপত্রে কোন ভুল থাকলে ফাইন করে ছেড়ে দিন। এরপরই তাকে রাস্তায় ফেলে মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল। তার দাবি অবিলম্বে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনা কখনো মেনে নেওয়া যায় না।