হাসপাতলে রোগীর চিকিৎসার নামে শুরু রোগীর মোবাইল নাম্বার সংগ্রহের ক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
হাসপাতলে রোগীর চিকিৎসা পরিষেবার সুবিধার্থে শুরু হলো রোগীর মোবাইল নম্বর সংগ্রহর কাজ।
মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হাসপাতালে ঠিকঠাক পরিষেবা মিলছে কিনা তা যাচাইয়ের জন্য এবার থেকে রোগীদের মোবাইল নম্বর নেওয়া কাজ শুরু করল মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। বহির্বিভাগ ও অন্তর বিভাগ এই দুই বিভাগেই চিকিৎসা নিতে আসা রোগীরা তাদের পরিজনদের মোবাইল নম্বর টিকিট কাটার সময়ই জানাতে হবে। মঙ্গলবার থেকে এই ব্যবস্থা চালু করলো হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার অমিত দাঁর দাবি, আমাদের কাছে রোগী বা পরিজনদের মোবাইল নম্বর থাকছে। রোগীরা এই হাসপাতালে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা তা আমরা ফোন করে মাঝেমধ্যেই যাচাই করব। এতে রোগীরা চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পাবেন বলে আশা করছি।