বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নিলে ডানকান গোষ্ঠীর সমস্যা মিটবে

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নিলে ডানকান গোষ্ঠীর সমস্যা মিটবে। অভিমত 

সংবাদদাতা, মালবাজার, ২৫ নভেম্বর

 কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে উদ্যোগ নিলে ডুয়ার্সে ডানকান গোষ্ঠীর পরিচালিত চাবাগান গুলির সমস্যা মিটতে পারে। সোমবার চালাসার এক বেসরকারি হলে ডুয়ার্সের ডানকান গোষ্ঠীর পরিচালিত চাবাগান গুলির সমস্যা নিয়ে চা শ্রমিক সংগঠন গুলির যৌথ মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভার শেষে যৌথ মঞ্চের নেতারা এই অভিমত ব্যাক্ত করেন। যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক জিয়াউল আলম বলেন, ডানকান গোষ্ঠী কার্যত দেউলিয়া হয়ে গেছে। এই কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছে ১৬ চাবাগানের ৩২ হাজার শ্রমিক।এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারের শিল্প ও বানিজ্য মন্ত্রক এবং রাজ্য সরকারের শিল্প ও বানিজ্য মন্ত্রক যৌথ ভাবে উদ্যোগ নেয় তবে সমস্যার জাল কেটে যাবে। চাবাগান গুলি সচল ও স্বাভাবিক হবে। কিন্তু, দুই সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আজ আমরা ডানকান গোষ্ঠীর চাবাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনা করেছি। আমরা ধাপে ধাপে প্রবিডেন্ট ফান্ড দপ্তর, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সর্বশেষ আদালতের কাছে যাব। 
মঞ্চের অপর আহ্বায়ক মুনিকুমার ডার্নেল বলেন, আজ ডানকান গোষ্ঠীর পরিচালিত চাবাগান গুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।বিভিন্ন বাগান থেকে প্রতিনিধিরা এসেছিলেন। আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্যা মোচনে উদ্যোগ নেবে। 
প্রসঙ্গত উল্লেখ্য, ডানকান গোষ্ঠীর পরিচালিত ডুয়ার্সে ১৬টি চাবাগান রয়েছে। ২০১৫ সাল থেকে এই চাবাগান গুলির  প্রায় অচলাবস্থা চলছে। মাঝে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণের কথা ঘোষণা করলেও ফলপ্রসু হয়নি।