বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাবাগানের নালায় চিতাবাঘের শাবকের দেখা

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার

চাবাগানের নালায় চিতাবাঘের শাবকের দেখা। 


ডুয়ার্সের হলদিবাড়ি চাবাগানে দুটি চিতাশাবককে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর  ফলে চাবাগানের ঐ সেকশনে চাপাতা তোলার কাজ বন্ধ হয়ে যায় । তবে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা এসে চিতাশাবক দুটিকে পর্যবেক্ষনে রেখেছে । সন্ধ্যে হলেই মা চিতা এসে যাতে ওই শাবক দুটিকে নিয়ে যায় সেই অপেক্ষায় রয়েছে বনকর্মিরা। কিন্তু ততক্ষনে যাতে কেউই শাবক দুটিকে হা না লাগায় তার জন্য তারা পাহাড়া দিয়েও রেখেছেন। স্থানীয় ও বন্দপ্তর সুত্রেই জানা গিয়েছে এদিন চাবাগানের ২৫নং সেকশনে শ্রমিকেরা যখন চাপাতা তোলার কাজ করছিলেন সেই সময় তারা নালার মধ্য থেকে কিছু কান্নার শব্দ শুনতে পায়। এরপরই তারা নালার মধ্যে  গিয়ে দেখেন চিতবাঘের শাবক দুটি কাঁদছে । এরপরই খবর পেয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা এসে সেই জায়গাতে চাবাগানের কাজ বন্ধ করে দেন। শ্রমিকেরাও সেখান থেকে সরে পড়ে। 
বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘদীপ রায় বলেন,ওই চিতাশাবক দুটিকে আমরা অবজারবেশনে রেখেছি। কেউ যাতে শাবক দুটিকে না ধরে ।কারন শাবক দুটিকে স্পর্শ করলে মা চিতা তাকে আর নেবে না । সেই জন্যই আমরা পাহাড়া দিয়ে চলেছি । যাতে সন্ধ্যে হলে মা চিতা এসে শাবক দুটিকে নিয়ে যায় ।