তৃ নমুল নেতার দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার তৃনমুলের প্রধান
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
তৃনমুল নেতার দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার তৃনমুলের প্রধান।
সংবাদদাতা, মালবাজার, ১৪নভেম্বর।তৃনমুল কংগ্রেস নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তৃনমুল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দলের জয়হিন্দ বাহিনীর সভাপতি। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের রাজাডাংগা গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল মোতালেব অভিযোগ করে বলেন, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ২২। তৃনমুল কংগ্রেসের দখলে আছে ১৮ জন। আমরাই বোর্ড চালাচ্ছি। আমাদের পঞ্চায়েতের এক সদস্য মেহেবুব আলম ( বুলু)।উনি আবার বর্তমানে ক্রান্তি ব্লকের দলের আহ্বায়ক ও দিদিকে বলো কর্মসূচির আহ্বায়ক। আজ বিকাল ৩টা নাগাদ উনি পঞ্চায়েত অফিসে আসে। পঞ্চায়েত সচিব গোপাল কর্মকারের কাছে তার বিলের টাকা চান। সচিব তাকে ফাইল পত্র দেখিয়ে বলেন যে তার নামে কোন বিল নেই। তবু তিনি বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানাবেন বলে। এতেই মেহেবুব আলম প্রচন্ড রেগে গিয়ে সচিবের টেবিলে ঘুসি মারে। টেবিল ভেঙে কাঠ ছুটে সচিব জখম হয়। এরপর উনি সচিবকে মারধর করে। তখন আমরা সবাই মিলে প্রতিবাদ করলে উনি পালিয়ে যায়। ওনার সাথে থাকা রেজাউল করিম নামে একজনকে ধরে পুলিসের হাতে তুলে দেই। মেহেবুব আলমের অত্যাচার দিন দিন বাড়ছে। আমরা ওনার বিরুদ্ধে থানায় এজাহার করব। আমরা চাই পুলিশ ওনাকে গ্রেপ্তার করুক।
জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক চন্দ্র রায় বলেন, আমরা ওনার শাস্তির দাবী করেছি। পুলিশ ওনাকে গ্রেপ্তার করুক।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই মেহেবুব আলম বলেন, সব ভিত্তিহীন অভিযোগ। আমি পঞ্চায়েত অফিসে একজন সদস্য হিসেবে গিয়েছিলাম। সেখানে কাউকে মারধর করিনি। টাকা বা বিল চাওয়ার অভিযোগ মিথ্যা। আমি টাকা বা বিল চাইনি। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। মানুষ এদের বিচার করবেন।
এনিয়ে ক্রান্তি ফাঁরির এক পুলিশ আধিকারি